স্কুলে যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিল আইসিএসই বোর্ড

Spread the love

শিশু নিগ্রহের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে এসেছে বিভিন্ন স্কুল ৷ স্কুল চত্বরেই আক্রান্ত পড়ুয়া। যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল দেশ থেকে শহর আর শহর থেকে রাজ্য। তাই এবার স্কুলে যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিল আইসিএসই বোর্ড ৷ জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জারি করা হয়েছে নয়া সুরক্ষা বিধি । তাতে স্কুলগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার থেকে জারি হয়েছে স্কুল সেফটি ম্যানুয়াল।

এক নজরে দেখে নেওয়া যাক কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে?

 

  •  গোটা স্কুলেই থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি
  • ক্যামেরা লাগাতে হবে মেইন গেটের ভিতরে ও বাইরে
  • ক্লাসরুমে এবং শৌচালয়ের বাইরেও থাকবে ক্যামেরা
  • প্রতিটি স্কুলবাসে থাকবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম
  • বাসে রাখতে হবে মহিলা অ্যাটেনডেন্ট
  • মর্জি মাফিক স্কুল ভবনের উচ্চতা বাড়ানো যাবে না
  • মানতে হবে ন্যাশনাল বিল্ডিং কোড, ২০০৫
  • প্রতিটি স্কুলের বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা থাকবে
  • থাকবে সেফটি সাব কমিটি, তাতে অভিভাবকদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক

এছাড়া, স্কুলে ভর্তির সময় সবাইকেই শিশু সুরক্ষা নীতি ও আদর্শ আচরণ বিধিতে স্বাক্ষর করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে দিতে হবে হলফনামা। শিশু নিগ্রহের অভিযোগে স্কুল ব্যবস্থা না নিলে আইনানুগ পদক্ষেপ করবে আইসিএসই বোর্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*