চ্যাম্পিয়ান লিগে আজ রাতে মুখোমুখি বায়ার্ন ও রিয়াল

Spread the love

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। চলতি আসরের সেমিফাইনালের প্রথম লিগে জার্মানির মিউনিখে হবে ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লীগে দু’দলের ২৪তম সাক্ষাৎ এটি। এর মধ্যে সমান ১১টি ম্যাচেই জয় রয়েছে দু’দলের। বাকি দুই ম্যাচ ড্র হয়। তবে সর্বশেষ চার বারের দেখায় জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে দুই জয়, দুই ড্র ও এক ম্যাচে হার দেখে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে চারটিতেই জয় ও এক ম্যাচে ড্র করে বায়ার্ন মিউনিখ। তবে এই ম্যাচে সবার নজরে রয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর। চলতি আসরে ১৫ গোল নিয়ে সেরা গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। অন্যদিকে বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি করেন ৯ ম্যাচে ৫ গোল। আর আসরের ইতিহাসে ৩৮ বছর পর ইউরোপের সেরা চার লীগের চার দল সেমিফাইনালে ওঠার নজির গড়লো। এর মধ্যে স্পেন থেকে (রিয়াল), ইংল্যান্ড থেকে (লিভারপুল), ইতালি থেকে (রোমা) এবং জার্মানি থেকে (বায়ার্ন) শেষ চার নিশ্চিত করে। গতকাল প্রথম সেমিফাইলানের প্রথম লিগের খেলায় মোহম্মদ সালাহ’র লিভারপুল ৫-২ গোলে পরাজিত করে ইতালীর ক্লাব রোমাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*