হাতছাড়া জমি, ইচ্ছামৃত্যুর দাবি পাঁচ হাজার কৃষকের

Spread the love

বিশেষ প্রতিনিধি,

আহমেদাবাদ: ইচ্ছামৃত্যুর আবেদন জানালেন পাঁচ হাজার কৃষক৷ তাও খোদ মোদী রাজ্যে৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর জেলায়। আরেক স্থানীয় কৃষক নেতা নরেন্দ্রসিং গোহিল বলেছেন, ভাবনগর জেলার বারোটা গ্রামের মোট ৫,২৫৯ কৃষক ইচ্ছামৃত্যুর অনুমতি চেয়েছেন। কারণ যে জমিতে তাঁরা কৃষিকাজ করেন সেই জমি রাজ্য সরকার এবং রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন জোর করে কেড়ে নিচ্ছে।

স্থানীয় এক কৃষক নেতা জানিয়েছেন, ইচ্ছামৃত্যুর অনুমতির চিঠিতে সই করেছেন কৃষক এবং তাঁদের পরিবারের লোকজন। সেই চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের জন্য কৃষিজমি নিচ্ছে সরকার। নিরুপায় কৃষকরা তাই এখন প্রশাসনের কাছে ইচ্ছামৃত্যুর দাবি করেছেন। পাঁচ হাজারেরও বেশি কৃষক এই দাবিতে প্রশাসনের কাছে অনুমতি চেয়েছেন বলে খবর৷

চিঠির শেষ বয়ানে লেখা রয়েছে, যে ভাবে জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে তাতে আমাদের নিজেদের জঙ্গি মনে হচ্ছে। সেই জন্য আমরা সেনা জওয়ানদের গুলিতে প্রাণ দিতে চাই। এটাই আমাদের শেষ ইচ্ছে।

এই চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছেন ভাবনগরের জেলাশাসক হর্ষদ প্যাটেলও। চিঠিতে অভিযোগ করা হয়েছে, যে জমিতে দিনের পর দিন তাঁরা চাষের কাজ করে এসেছেন সেই জমি জোর করে কেড়ে নিচ্ছে সরকার, বিদ্যুৎ নিগম এবং রাজ্য পুলিশ।তবে ওই চিঠিতে কত জন কৃষকের সই রয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*