আইপিএলে দিল্লীর হয়ে আর অধিনায়কত্ব করবেন না গৌতম গম্ভীর। তিনি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর বদলে দিল্লীর অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। এদিন সাংবাদিক সম্মেলনে কোচ রিকি পন্টিং এবং সিইও হেমন্ত দুয়াকে পাশে নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করে জানালেন, সাফল্য পাওয়ার জন্য আমি অতিরিক্ত মরিয়া হয়ে উঠেছিলাম। তার ফলে উল্টোটা হয়েছে। আমি চাপ নিতে পারিনি। সেটা না পারলে অধিনায়ক হিসেবে দায় নিতেই হবে। আমার মনে হচ্ছে, অধিনায়ক হওয়ার যোগ্য না আমি। তিনি নিজেই নতুন অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারে নাম উল্লেখ করেছেন।
এবারের আইপিএলে দিল্লী মোট ৬টা ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে। তাছাড়া তাঁর ফর্মও ঠিক নেই এবারের আইপিএলে। প্রথম ম্যাচে ৫৫ রান করার পর সেভাবে তাঁর ব্যাটে রান নেই বাকি ম্যাচগুলোতে। ৫ ইনিংসে মোট ৮৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ৯৬.৫৯। এর আগে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করেছেন আগের বছর পর্যন্ত এবং ২ বার তাঁর ক্যাপ্টেনশিপে হিসাবে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ানও হয়েছে।
দিল্লীর পরের ম্যাচ ২৭ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ঐ ম্যাচে শ্রেয়স আইয়ার প্রথম আইপিএল ম্যাচে অধিনায়কত্ব সামলাবেন।
ফাইল ছবি
Be the first to comment