পঞ্চায়েতেও একটা ফেক ছবি দিয়ে বাজার গরম করতে চাইছে বিজেপিঃ পার্থ

Spread the love

রফিকুল জামাদার (রিপোর্টার) –

বিজেপি প্রতিটা সময় ফেকের সাহায্য নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও প্রকাশ করছে সব ফেক। উত্তর ২৪ পরগণার ঘটনায় ভোজপুরি ফিল্মকে সামনে রেখে তারা ফেক খবর এক সময় দিয়েছিল। পঞ্চায়েতেও একটা ফেক ছবি দিয়ে বাজার গরম করতে চাইছে। এইজন্য ওদের দলের নাম দেওয়া উচিৎ ফেকুদা। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন,

১) গণতান্ত্রিক পথ দিয়ে তারা যাচ্ছে না। সমাজকে বিভ্রান্ত করার চেষ্ট করছে বিজেপি। সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে কাজ করছে বিজেপি।
২) এই ধরণের প্রতিদিন প্ররোচনা সৃষ্টি করে আইনকে বিপর্যস্ত করা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এরপর যদি কেউ কোর্টে আপিল করতে চাই তখন যেন না বলে আমরা দেখছি।
৩) পশ্চিমবঙ্গের ইতিহাসে কেউ কখনো এই ধরণের কথা বলেনি।
৪) আমরা লজ্জিত হচ্ছি, রাজনৈতিক পতাকার নীচে এই ধরণের মিথ্যাচার। এটা বাংলার জন্য লজ্জার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*