জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- বাদানুবাদ। প্রেমে সমস্যা। হঠকারিতায় ক্ষতি।
বৃষ- কর্মে জটিলতা। প্রবাস গমন। সংক্রমনজনিত রোগ।
মিথুন- বন্ধুদ্বারা প্রতারনা। সম্পত্তি প্রাপ্তি। বৃত্তিতে সাফল্য।
কর্কট- কর্মে দায়িত্ব বৃদ্ধি। পারিবারিক শান্তি অটুট থাকবে। জলপথে নিকট ভ্রমন।
সিংহ- সঞ্চয়ে ঘাটতি। ক্রোধ সংবরন করা দরকার। ব্যবসায়ে হঠাৎ ক্ষতি।
কন্যা- জ্যোতিষ চর্চায় সাফল্য। বিশেষ সন্মান লাভ। প্রেমে হতাশা।
তুলা- স্বজন বিরোধ। কর্ম পরিবর্তন। বিবাহ যোগ।
বৃশ্চিক- যানবাহনের ব্যবসায়ে ক্ষতি। মূল্যবান দ্রব্য লাভ। উদ্যমের অভাব।
ধনু- বলবান শত্রু দ্বারা ক্ষতির ভয়। বিতর্ক-অপমান। আর্থিক বিনিয়োগ না করাই ভাল।
মকর- শেয়ারে লাভ। গৃহ নির্মান। উচ্চশিক্ষার সুযোগ।
কুম্ভ- ব্যবসায়ে প্রতিকূলতা। স্বজন বিরোধ মীমাংসা। পরিকল্পনার অভাবে ক্ষতি।
মীন- সামাজিক কাজে যোগদান। ঋন পরিশোধ। ধর্ম সম্পর্কিত গবেষনা।
Be the first to comment