নারায়ণ সান্যাল
জন্মঃ ২৬শে এপ্রিল, ১৯২৪ – ৭ই ফেব্রুয়ারি, ২০০৫
তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক। এছাড়াও তিনি একজন পুর প্রকৌশলী। নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনাশৈলীর এক বৈশিষ্ট্য।
তাঁর অন্যান্য রচনাগুলির মধ্যে বিশ্বাসঘাতক, ষাট একষট্টি, হে হংসবলাকা, নক্ষত্রলোকের দেবতাত্মা, আবার যদি ইচ্ছা করো, রূপমঞ্জরী (হটু বিদ্যালঙ্কার এর জীবনী অবলম্বনে) অরণ্য দন্ডক, অশ্লীলতার দায়ে, না মানুষের পাঁচালী উল্লেখযোগ্য।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
নীতীন বসু
জন্ম: ২৬ এপ্রিল ১৮৯৭ – মৃত্যু: ১৩ এপ্রিল ১৯৮৬
তিনি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।তাঁর মা মৃণালিনী বসু ছিলেন মৈমনসিংহের মসুয়ার বিখ্যাত রায়চৌধুরী পরিবারের কন্যা, প্রবাদপ্রতিম শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটবোন ও সুকুমার রায়ের পিসি।
চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ ইনকারণেশন ছবিতে । ১৯২৪ খ্রিস্টাব্দে নির্বাক ছবি পুনর্জন্মের তিনি ক্যামেরাম্যান ছিলেন । স্বাধীনভাবে কাজ করার তিনি প্রথম সুযোগ পান প্রফুল্ল রায়, পি.এন.রায় এবং প্রেমাঙ্কুর আতর্থীর সাথে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্র্যাফট এর চাষার মেয়ে ও চোরকাঁটা ছবি দুটিতে ।
নিউ থিয়েটার্স স্টুডিয়োর শুরু থেকে তিনি সেখানে প্রধান ক্যামেরাম্যান এবং তাঁর ভাই মুকুল বসু শব্দযন্ত্রী হিসাবে যুক্ত হন । এই স্টুডিও থেকে ১৯৩২ খ্রিস্টাব্দে মুক্তি পায় দেনা পাওনা এবং চণ্ডীদাস ছবি । ভাগ্যচক্র ছবিতে প্রথম প্লে-ব্যাক প্রথার প্রবর্তন হয় । নির্বাক থেকে সবাক এবং সবাক ছবিতে প্লে-ব্যাক প্রথার প্রবর্তনে তাঁর অবদান উল্লেখযোগ্য।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
মৌসুমী চট্টোপাধ্যায়
জন্মঃ ২৬শে এপ্রিল, ১৯৪৮
তিনি একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী যিনি সমানভাবে বলিউড বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তরুণ মজুমদার পরিচালিত বাংলা হিট সিনেমা “বালিকা বধু” (১৯৬৭) অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটে, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে হিন্দি সিনেমা “অনুরাগ” (১৯৭২) এর মাধ্যমে, যে ছবির পরিচালক ছিলেন বাঙালী পরিচালক শক্তি সামন্ত, যা ব্লকবাস্টার হিট হয়।
অনুরাগ, আস-পার, রাফতার, উমার কয়েদ, মাযাক (১৯৭৫), জিন্দেগী (১৯৭৬), জ্যোতি বানে জালওয়া (১৯৮০)। ১৯৭৭-১৯৭৯ সালের তার অন্যান্য সিনেমাগুলোর মধ্যে হত্যাইয়ারা, ভোলা ভালা, ফান্দিবাজ, দিল অর দিওয়ার, স্বোয়ার্গ নর্ক, দো লারকী দোনো কাদকে ইত্যাদি তাঁর সফল ছবিগুলির মধ্যে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অনীক ধর
জন্মঃ ২৬ এপ্রিল,
সারেগামাপা ২০০৭ -এর টিভি অনুষ্ঠানে- তে তিনি বিজেতা হয়েছিলেন। সারেগামাপার বিচারক হিমেশ রেশমিয়ার রক ঘরানা থেকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
শিবা কুমার রাই
জন্মঃ ২৬ এপ্রিল, ১৯৫৩
তিনি একজন মাইক্রো বায়োলজির প্রফেসর এবং নেপাল সরকারের ন্যাশানাল প্ল্যানিং কমিশনের সদস্য।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment