মধ্যপ্রদেশের টিকামগড় গ্রামের বাসিন্দারা বিগত ৩ বছর ধরে পানীয় জলসংকটে ভুগছেন ৷ ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন যাপন ৷
গ্রামবাসীদের প্রতিদিন প্রায় ৫ কিলেমিটার দূরে গিয়ে জল সংগ্রহ করতে হয় ৷ গ্রামর বেশিরভাগ মানুষই কৃষি, শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ৷ জল সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কোনও সুফলই পাননি গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহু বার জানিয়েও তাঁদের অভাব অভিযোগের কোনও সুরাহা হয়নি ৷ এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ টিকামগড় গ্রামে ভাল স্কুল, সড়কপথ ও বিদ্যুত পরিষেবা নেই।
তবে গ্রামবাসীদের আশা প্রাথমিক চাহিদা গুলো ঠিকাঠাক মিটলেই তাঁরা জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন ৷
Be the first to comment