উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে একাধিক এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি জানাতে দিল্লি পৌঁছোয় রাজ্য বিজেপি-র একটি প্রতিনিধি দল। রাহুল সিনহা, মুকুল রায় ছাড়াও ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শমীক লাহিড়ি ও রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত কর্মীরা।
এদিকে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে রাজনাথ সিং কথা বলেছেন বলেও দলের তরফে জানানো হয়েছে। নির্বাচন নিয়ে রাজ্যের পরিস্থিতিও জানতে চেয়েছেন তিনি। এদিন সকালে ওই কর্মসূচির পর বেলা ১২ টা থেকে আক্রান্ত কর্মী-সমর্থকদের নিয়ে যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও ধরনা শুরু করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল।
Be the first to comment