সানরাইজ হায়দ্রাবাদের সাথে ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছিল ক্রিস গেলের বিধ্বংসী ব্যাটিং-এর সৌজন্যে। ঐ ম্যাচে ক্রিস গেল ৬৩ বলে ১০৪ রান করে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলো। আজও সেই কিংস ইলেভেন পাঞ্জাব-র বিরুদ্ধেই খেলতে হবে হায়দ্রাবাদকে। খেলা হবে ঘরের মাঠে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। মঙ্গলবার হায়দ্রাবাদ মুম্বাইকে ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে হারিয়েছিলো। দুর্দান্ত বোলিং করেছিলো হায়দ্রাবাদের বোলাররা। বিশেষ করে লেগ স্পিনার রশিদ খান। আজকের ম্যাচে সেই গেলকে আটকাবার দায়িত্ব এই রশিদকেই নিতে হবে। শুধু গেল কেন? এবারের আইপিএলে শুরু থেকেই কে এল রাহুল ভালো খেলে আসছে। তাঁকেও আটকাতে না পারলে বিপক্ষ দলের যথেষ্ট চিন্তার কারণ থাকবে। আজ রাত ৮টায় শুরু হবে পাঞ্জাব ও হায়দ্রাবাদের ম্যাচ। আগের ম্যাচের হারের বদলা নিজেদের ঘরের মাঠে নিতে পারে কিনা রশিদরা সেটাই দেখার।
Be the first to comment