বিশেষ প্রতিনিধি,
শুধু ওয়েব ভার্সান নয়, মোবাইলে যারা জিমেলের সুবিধা নেন তারাও পেয়ে যাবেন নয়া লুকের জি-মেল। নয়া লুকের জি-মেলে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট রিপ্লাই, ই-মেল স্নুজিং এবং নুজিং-এর মতো সুবিধা আনা হয়েছে।
কনফিডেনশিয়াল মোড:
এখন থেকে আপনি চাইলে আপনার মেল ফরওয়ার্ড, কপি, ডাউনলোড এবং প্রিন্ট করার অপশন বন্ধ করে রাখতে পারেন। ফলে আপনি না চাইলে আপনার মেল নিয়ে এ কাজগুলো করতে পারবেন না কেউই!
ইমেল শর্টকার্টস
এখন থেকে জি-মেল শর্টকার্ট-এ আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রেড-এর সঙ্গে স্নুজ বলেও অতিরিক্ত সুবিধা সংযোজন করা হয়েছে। আর এই সমস্ত সুবিধা পাওয়া যাচ্ছে মেল ইনবক্সের একদম ডানদিকে।
রিস্ক ওয়ার্নিং
কোনও সন্দেহজনক মেল দেখলে বা স্প্যাম মেল, সন্দেহজনক সোর্স থেকে কোনও মেল এলে সঙ্গে সঙ্গে মেল বক্সে ভেসে উঠবে রিস্ক ওয়ার্নিং মেসেজ- ‘দিস মেসেজ সিমস ডেঞ্জারাস’। এমনকী, এই মেসেজের সঙ্গে সঙ্গে ‘ডিলিট নাউ’ বলে একটি অপশন সামনে চলে আসছে।
মেল স্নুজ করে রাখা:
কোনও মেল পড়তে ইচ্ছা না করলে সেটাকে স্নুজ করে রাখতে পারবেন। যখন যে সময়ে স্নুজ করছেন, ঠিক সেই সময়ে মেল ইনবক্সে দেখা দেবে। তখনও সময় না হলে স্নুজ করে রাখতে পারেন ফের৷
ক্লিক না করেই অ্যাটাচমেন্ট দেখা:
জি-মেলে এ বার থেকে ক্লিক না করেই অ্যাটাচমেন্ট দেখা যাবে। ছবি হোক বা লেখা- মেল খুললে দেখা যাবে আপনা-আপনিই!
নেটিভ অফলাইন মোড
গুগল ডকস-এ যেভাবে অফলাইন মোডে কাজ করা যায় এই সুবিধা সেরকমই একটি ফিচার যা জি-মেল-এ সংযোজিত হয়েছে। ৯০ দিনের জন্য কোনও মেল এই মোডে রাখা যাবে। ইন্টারনেট কানেকশন না থাকলেও এই মোডে প্রয়োজনীয় কাজ করা যাবে।
অল ফিচার্স:
এই ফিচারের তালিকায় জি-মেল আপনাকে মেলের রিপ্লাই দেওয়ার কথা মনে করিয়ে দেবে। যার পরের ধাপ হল অটো রিপ্লাইয়ের সুবিধা। মানে, যদি মেল টাইপ করতে ইচ্ছা না হয় এবং জবাব হয় প্রথামাফিক, তবে জি-মেল আপনাকে এমন জবাবের একটা তালিকা দিয়ে দেবে। সেখান থেকে একটা বেছে নিলেই আর জবাব টাইপ করতে হবে না।
Be the first to comment