ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য বিরাট কোহলির নাম প্রস্তাব করল। একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে এবছরই দ্রোণাচার্য পুরস্কার এবং কিংবদন্তি সুনীল গাভস্করকে ধ্যানচাঁদ জীবন স্বীকৃতি সম্মানে সম্মানিত করার জন্যও সুপারিশ করল বোর্ড।
২০১৬ সালেও খেলরত্ন পুরস্কারের জন্য বিরাট কোহলির নাম প্রস্তাব করেছিল বিসিসিআই। কিন্তু অলিম্পিক্স ভারতের সাফল্য বিচার করে সেবছর তাঁর নামে অনুমোদন দেয়নি সরকার। ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিক্স-এ অনবদ্য পারফর্ম্যান্সের জন্য খেলরত্নে সম্মানিত করা হয়েছিলো পিভি সিন্ধু (ব্যাডমিনটন) এবং সাক্ষী মালিক (কুস্তি)-সহ জিমন্যাস্ট দীপা কর্মকারকে। অন্যদিকে দ্রোণাচার্য পুরস্কারের জন্য রাহুল দ্রাবিড় ছাড়াও জমা পড়েছে বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মার নামও। তবে বিসিসিআই রাজকুমার শর্মার নাম প্রস্তাব করেনি।
ফাইল ছবি
Be the first to comment