দেবযানী লাহা ঘোষ,
চিত্র শিল্পের সঙ্গে তাঁদের ছোটবেলা থেকেই যোগাযোগ। শিল্পের নানা মাধ্যমেই কাজ করতে ভালবাসেন তাঁরা। তিন বন্ধু দেবীকা বসু, সুনিতি সিং এবং অর্পিতা দাশগুপ্ত। অ্যাকাদেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে তাঁদের চিত্র প্রদর্শনী। বৈচিত্রের নানা স্বাদ ফুটে উঠেছে তাঁদের এই প্রদর্শনীতে। দেবীকা বসুর কাজের মাধ্যম হল অ্যাকরিল। ছোট ছোট ভাবনা ক্যানভাসকে করে তুলেছে মনোগ্রাহী।
গত বছর থেকেই তিন বন্ধু মিলে তাঁদের এই চিত্র প্রদর্শনী শুরু করেছেন। এবারেও তাঁদের প্রদর্শনীর সঙ্গে তারা বেশ কিছু নতুন নতুন শিল্পীদেরও প্রদর্শনীতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। শিল্পী অর্পিতার কথায় আগামী দিনে তাঁরা আরও বড় কোনও কাজ করতে চান। থিম বেসড ভাবনার মধ্য দিয়েই নতুন ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান।
আর নতুন শিল্পীদেরও তাঁদের প্রদর্শনীতে সুযোগ দিতে চান। পয়সার অভাবে অনেক ভালো ভালো শিল্পী হারিয়ে যায়। তাঁদের কাজও যাতে যোগ্য সম্মান পায় সেই দিকে নজর রাখবেন তাঁরা। এই কালারফুল প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
Be the first to comment