গতকাল আইপিএলে এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ভালো খেলা কিংস ইলেভেন পাঞ্জাব মুখ থুবড়ে পড়লো সানরাইজ হায়দ্রাবাদের কাছে। সানরাইজ হায়দ্রাবাদ আগের ম্যাচেও কম রানের পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছিলো তাদের স্পিনারদের সৌজন্যে। গতকালের ম্যাচেও একই দৃশ্য দেখা গেলো ব্যাটিং সমৃদ্ধ পাঞ্জাব, হায়দ্রাবাদের রশিদ খান, সাকিল আল হাসানের স্পিনের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করলো। যদিও হায়দ্রাবাদের ঘরের মাঠে এদিন টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাব সানরাইজ হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলতে পেরেছে সানরাইজ হায়দ্রাবাদ। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছে মণিশ পান্ডে(৫৪)। তবে পাঞ্জাবের হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন তরুণ ফাস্ট বোলার অঙ্কিত রাজপুত। আজ তিনি ৫ উইকেট নিয়েছেন। ৪ ওভারে ১৪ রান দিয়েছেন। এবারের আইপিএলে বেস্ট বোলিং ফিগার করলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে গেল-রাহুল জুটি ভালোই ব্যাট করছিলেন। প্রথম ৮ ওভারে ওপেনিং জুটি ৫৫ রান তুলেও ফেলে। রশিদ খানের বলে রাহুল আউট হওয়ার পরেই হায়দ্রাবাদের ব্যাটং কার্যত ভেঙে পড়লো। রাহুল (৩২), গেল (২৩) আউট হওয়ার পরেই আর সে ভাবে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। রশিদ খান ৩টি, সাকিব আল হাসান ২টি, বাসিল থাম্পি ২টি এবং সন্দিপ শর্মা ২টি উইকেট নেন। সানরাইজ হায়দ্রাবাদ ১৩ রানে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস এর পরেই স্থান পেয়ে যায়। তৃতীয় স্থানে চলে আসে পাঞ্জাব। ৫ উইকেট পাওয়া অঙ্কিত রাজপুত ম্যাচের সেরা নির্বাচিত হন।
ফাইল ছবি
Be the first to comment