দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব থেকে ইতিমধ্যেই সরে গেছেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। পরপর ছটা ম্যাচে ৫টিতে হার নিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন তরুন ক্রিকেটার শ্রেয়স আইয়ার। দিল্লী আজ নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবারের আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। আগের ম্যাচে ইডেন গার্ডেন্সে দিনেশ কার্তিকের কলকাতার কাছে হেরেছে তারা। এখন দেখা যাক নতুন অধিনায়কের অধীনে দিল্লী কলকাতার বিরুদ্ধে জিততে পারে কিনা। এমনিতে দিল্লীর ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। গৌতম গম্ভীর সেভাবে ফর্মে নেই। দলে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার ছাড়া আর কারোর ব্যাটে সেভাবে রান নেই। বোলিং-এ সেভাবে মেলে ধরতে পারছে না এবারের আইপিএলে। বোল্ট, মরিস, অমিত মিশ্র কলকাতার ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কিভাবে পারফরম্যান্স করে সেটাই দেখার। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক তাঁর দলের স্পিন বিভাগ সুনীল নারাইন, পিযুস চাওলা এবং কুলদিপ যাদবের ওপর আশাবাদী। দলের ব্যাটিংও বেশ সমীহ আদায় করে নিয়েছে। অধিনায়ক কার্তিক ভাল ফর্মে আছেন। তাছাড়াও ক্রিস লিন, রবিন উত্থাপা, নিতিশ রানা, আন্দ্রে রাসেল বেশ কিছু ম্যাচে নিজেদের উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন।
Be the first to comment