মহাদেবী বর্মা
জন্মঃ মার্চ ২৬, ১৯০৭ — সেপ্টেম্বর ১১, ১৯৮৭
মহাদেবী বর্মা একজন হিন্দিভাষী কবি ছিলেন। তিনি নারী শিক্ষার প্রাসারেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁকে “আধুনিক কালের মীরা” হিসাবে অভিহিত করা হয়।আধুনিক হিন্দি কাব্যধারার “ছায়াবাদ” ঘরানার (১৯১৪-১৯৩৪)একজন উল্লেখযোগ্য কবি মহাদেবী বর্মা ।এলাহাবাদে “প্রয়াগ মহিলা বিদ্যাপীঠ” এ তিনি বহুবছর অধ্যক্ষা এবং উপাচার্য ছিলেন।তিনি ১৯৭৯ সালে সাহিত্যে আজীবন অবদানের জন্য ” সাহিত্যএকাদেমী পুরষ্কার” পান।এছাড়াও ১৯৫৬ সালে “পদ্মভূষণ” সম্মানে ভূষিত হন এবং ১৯৮৮ সালে “পদ্মবিভূষণ” সম্মানলাভ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
জোহরা সেহগাল
জন্মঃ ২৮ এপ্রিল ১৯১২- ১০ জুলাই ২০১৪
তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী, কোডিওগ্রাফার। বলিউডের বহু সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় দেখা গেছে। ১৯৯৮ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
তরুন চন্দ্র
জন্মঃ ২৭ এপ্রিল, ১৯৮৩
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রীতে তিনি অভিনয় করেন। ২০০৩ খুশি ছবিতে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি বহু ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment