বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লি থেকে প্রচারের কাজে একটি চার্টার্ড বিমানে কর্ণাটকে যাচ্ছিলেন রাহুল ৷ সঙ্গে ছিলেন আরও চারজন ৷ কর্ণাটকের হুবলি বিমানবন্দরে নামার আগেই দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের বিমানটি ৷ কিন্তু বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই বিগড়ে যায় বিমান ৷ হঠাই নেমে যেতে থাকে নীচের দিকে ৷ বিমানকর্মীরা জানান, আটোপাইলট মোডটি ঠিক মতো কাজ করছে না ৷ তার জেরেই প্রবলভাবে কাঁপতে থাকে বিমান ৷ ভয় পেয়ে যান বিমাকর্মীরাও ৷ শেষ পর্যন্ত তিন বারের চেষ্টায় মাটি ছুঁতে সক্ষম হয় সেটি ৷
উল্লেখ্য, আর কয়েকদিন পরেই কর্ণাটক ভোট ৷ ২০১৯-এর লোকসভার আগে কর্ণাটক বিধানসভার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক শিবির ৷ সে কারণেই উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, কোদাগু ও মাইসোরের কংগ্রেস প্রার্থীদের জন্য ভোটের প্রচারে যাচ্ছিলেন রাহুল।
এদিকে ঘটনার পরই তদন্তের দাবি জানায় কংগ্রেস ৷ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা বলেন, খুব বড় বিপদের হাত থেকে সকলে বেঁচে ফিরে এসেছেন ৷ বিস্তারিত বিবরণসহ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কেন এ ধরণের ঘটনা ঘটলো খতিয়ে দেখতে হবে ৷
Be the first to comment