বিশেষ প্রতিনিধি,
ডোকলাম নিয়ে দুই দেশের হুমকি-পাল্টা হুমকির ছাপ এখনও আছে৷ নয়াদিল্লি ও বেজিংয়ের তখনকার যুদ্ধংদেহী মনোভাব এত সহজে ভোলার নয়। তবে এবারের ভারত চীন বৈঠক সেই ক্ষতে প্রলেপের মতো কাজ করবে বলে আশাবাদী দুই দেশ৷
ভারত ও চীনের সংবাদমাধ্যম বলছে, শুক্রবার থেকে শুরু দুই দিনের সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকের স্থান চীনের হুবেই প্রদেশের উহান শহর। মোদি ও চিন পিংয়ের ঘরোয়া বৈঠকটির বিশেষত্ব হলো, সেখানে তাঁদের কোনো সহযোগী থাকছেন না। থাকছে না কোনো পূর্বনির্ধারিত আলোচ্যসূচি৷ তাঁরা অনেকটা সময় ধরে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন।
এক-আধবার নয়, মাত্র ২৪ ঘণ্টায় পরপর ছ’টি বৈঠকে মুখোমুখি হবেন মোদী-জি। শুক্রবারই হবে সবকটা বৈঠক। প্রথমটা হবে হুবেই প্রদেশের একটি মিউজিয়ামে। সেখানেও এক বিশেষ প্রদর্শনীরও বন্দোবস্ত করা হয়েছে। পরেরটা হবে ইস্ট লেকের ধারে একটি গেস্ট হাউসে। ডিনারের পর ফের বৈঠক। তবে সীমান্ত, এনএসজি কিংবা ডোকলাম- কোনও একটা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হবে না বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।
এতগুলি বৈঠক হলেও কোনও যৌথ বিবৃতি দেওয়া হবে বলে এখনও খবর নেই। এই বৈঠকে মোদীর হাত ধরেই ডোকলাম ইস্যুর রফাসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কূটনৈতিক শিবির।
Be the first to comment