১. মহেশতলা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২. পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সবাই ব্যস্ত কিন্তু প্রতিবছর তৃণমূল কংগ্রেস যে ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করে তা এবছরও আমরা করবো। এর জন্য প্রত্যেকটি জেলা সভাধিপতির কাছে রাজ্য দফতর থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।
৩. বিরোধীদের কাজ একটাই। জনতাই শেষ কথা তা মানতে চাইছেন না। জনগণের ওপর আস্থা হারিয়েছেন। মমতার কাজকে মানুষ সমর্থন করবেন।
৪. সরকারী ফেডারেশন এর ১৭টি ইউনিটকে একত্রিত করা হয়। দুটো-তিনটে নাম দিয়ে বলেন তাতে আমাদের আপত্তি আছে।
৫. বুদ্ধবাবু বলতেই পারেন। তিনি পুরোপুরি সুস্থ হন। ওনার আরোগ্য কামনা করি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি সৌজন্য দেখাতে গিয়েছিলেন। দলে টানতে নয়। বুদ্ধবাবু তো তবু ভোটে অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু সূর্যকান্ত মিশ্র তো দুঃখ পাবেন উনি তো শুধু কোর্টে যান।
৬. আমি তো জানিনা ১৪০০০ নমিনেশন। আমাদের তো চিন্তা নেই। দল নিশ্চিন্ত। আমরা জানি নির্দেশের বাইরে গিয়ে এমন কেউ কর্মী নেই যে দলকে অমান্য করবে।
Be the first to comment