কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি এ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের।
চিঠিতে অমিত মিত্র লিখেছেন, ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের হেড কোয়ার্টার কলকাতা থেকে সরানো ঠিক হবে না। এটা কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। ১১১ বছরের এই সংস্থা বর্তমানে ১৬,৪৭২ কোটি টাকার টার্নওভার ও ৩২,৩৯৭ কোটি টাকার সম্পত্তি, যা দেশের সবথেকে পুরনো জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি। এরা নিউটাউনের ফিনানসিয়াল হাবে একটি নতুন স্টেট অফ দ্যি আর্ট অফিসও তৈরি করেছে। আমার অনুরোধ এই পরিস্থিতিতে এদের হেড কোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে দিলে সেটা অর্থনৈতিক চরিত্রে আঘাত আনবে এবং তা শুধু বাংলার জন্য নয় পুরো পূর্ব ভারতের ক্ষেত্রেই হবে। তাই আমি আপনাকে অনুরোধ করছি ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির হেড কোয়ার্টার কলকাতা থেকে সরাবেন না।
Be the first to comment