বিশেষ প্রতিনিধি,
আগামী ১২মে লিকার ব্যারন বিজয় মালিয়ার রাজ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচন৷ তিনি ভোট দিতে আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ সেই প্রসঙ্গে শুক্রবার এই লিকার ব্যারন জানান, ‘‘ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার৷’’
২০১০ সালে নির্দল প্রার্থী হিসাবে সংসদীয় রাজনীতিতে পা রাখেন তিনি৷ এই কণাটক থেকেই রাজ্যসভার সাংসদ হন৷ বহিস্কৃত সাংসদ জানান, এখন আর আগের মতো দেশের রাজনীতি নিয়ে খবর রাখার অবকাশ পান না৷ মালিয়া বলেন, ‘‘আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ার পর থেকে আগের মতো দেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখতে পারি না৷’’ এরপরই তাঁকে প্রশ্ন করা হয় কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাবেন কিনা? জবাবে মালিয়া জানান, ‘‘ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে৷ কিন্তু এখন আমি এখানে (লন্ডনে) আছি৷ অন্যত্র কোথাও যেতে পারব না৷’’
প্রায় ন’হাজার কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি দিয়েছেন মালিয়া৷ ঝণখেলাপীর জেরে রাজ্যসভা থেকে বহিস্কার করা হয় তাঁকে৷
পলাতক বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দিতে লন্ডনে শুরু হয়েছে আইনি লড়াই৷ এদিন ওয়েস্টমিনস্টার কোর্টে সিবিআই কিছু ডকুমেন্ট তুলে ধরে৷ সেখানে বলা হয়েছে আর্থার জেলে মালিয়াকে কী কী সুবিধা দিতে তৈরি ভারত সরকার৷ কোর্ট আগামী ১১ জুলাই এই মামলার রায় দেবে৷
Be the first to comment