আবার হারলো কেকেআর। এবার তারা হারলো পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের কাছে। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দিল্লি ৫৫ রানে হারিয়ে দিলো কলকাতা নাইট রাইডার্সকে। নিলামে কেকেআর এর দল গঠন থেকেই বোঝা গেছে এই দল নিয়ে প্রথম চারে থাকা খুব মুশকিল। পরপর দু ম্যাচে কেকেআর হারের মুখ দেখলো। মোট ৭ ম্যাচ খেলে কেকেআর জিতেছে মাত্র ৩টি ম্যাচ। জেতার জন্য ২২০ রানের টার্গেট রেখে ব্যাট করতে নামে কলকাতা। শুরুতেই ক্রিস লিন এবং অভিজ্ঞ রবিন উত্থাপা দায়িত্বজ্ঞানহীনের মত আউট হয়ে যান। তারপর একে একে আউট হতে থাকে। সেভাবে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। সকলেই উইকেট উপহার দিয়েছে দিল্লির বোলারদের। শুভমান গিল ৩৭, আন্দ্রে রাসেল ৪৪ রান করেন। দিল্লির সব বোলারই মোটামুটি বল করেছে। এই বোলিং-এর বিরুদ্ধেই কেকেআর তাদের উইকেটগুলো উপহার দিয়ে ম্যাচটি হেরে গেছে।
দুর্দান্ত ৯৩* রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দিল্লির নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার।
প্রথমে, দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে আজ কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠেছিলো দিল্লি ডেয়ারডেভিলস। দুদলের আগের ম্যাচের খেলায় ইডেন গার্ডেন্সে দিল্লিকে কার্যত উড়িয়ে দিয়েছিলো দিনেশ কার্তিকের কেকেআর। কিন্তু আজ নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের সৌজন্যে দিল্লি কেকেআরের বিরুদ্ধে বিশাল রান সংগ্রহ করেছে। এদিন দিনেশ কার্তিক টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। গৌতম গম্ভীর এই ম্যাচে খেলেননি। তাঁর জায়গায় খেললেন অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক বিষ্ময় বালক পৃথ্বী শ। অসাধারণ খেললেন পৃথ্বী। ৪৪ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬২ রান করেন তিনি। সবচেয়ে মারমুখী মেজাজে ছিলেন শ্রেয়স। ৪০ বলে ৩টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে দুর্দান্ত ৯৩ রান করে নট আউট থাকেন তিনি। কলিন মুনরো ৩৩, ম্যাক্সওয়েল ১৭ রান করেন। এদিন কলকাতার হয়ে সেভাবে কেউ ভালো বল করতে পারেননি।
Be the first to comment