The objection is overruled- কোর্টে এই বক্তব্য খুবই পরিচিত। সংসদ বা বিধানসভাতেও স্পিকার দেন রুলিং। রুলস কথাটি আপেক্ষিক হলেও আমাদের সকলকেই জীবনে বেঁচে থাকতে কিছু রুলস মেনে চলতে হয়। কিন্তু তৃষা কী মেনেছিলো কোনও রুলস? দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। শীঘ্রই আসছে শর্ট ফিল্ম পরিচালক গৌরব দত্তের ‘রুলস’। ইতিমধ্যে ট্রেলারও লঞ্চ হয়েছে। নিশ্চয় গল্পের ভিতরে বা গভীরে ঢুকতে ইচ্ছা বা উৎসাহ হচ্ছে?
তবে পরিচালক অবশ্য এখনই বিশদে কিছু বলতে রাজী নন। কিছুটা সাসপেন্সে বিশ্বাসী তিনি। তবে ছোটো করে বলতে গেলে ছবির সারাংশ হলো এক ল্যান্ডলেডি (বাড়িওয়ালি) তাঁর নবাগতা তরুণী ভাড়াটেকে বেশ কিছু লিখিত রুলস দেয়। কিন্তু যথারীতি জেন ওয়াই ওভাররুল করে সমস্ত রুলস। তারপর কী হবে? ল্যান্ডলেডি অব্জেকশন দেবে কী না? সেটা জানতে হলে একা নয়, সঙ্গে কাউকে নিয়ে এসে দেখতে হবে শর্ট ফিল্ম ‘রুলস’।
ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তৃষা দাস ও ঐশিক পাল। অনান্য ভূমিকায় অভিনয় করছেন ইপ্সিতা ও ব্রততী। আর্টেজ প্রোডাকশন নিবেদিত এই স্বল্প দৈর্ঘের ছবিটি আসছে শীঘ্রই। অপেক্ষা করুন। আপনাদের হয়তো চমকে দিতে পারে এই শর্ট ফিল্মটি।
এখন দেখে নিন সিনেমার ট্রেলারটি।
Be the first to comment