বার্সেলোনার জার্সিতে মাঝমাঠে বল নিয়ে তার শৈল্পিক কারিকুরি আর দেখা যাবে না। গত ২২টি বছর বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। লম্বা পথ পাড়ির পর চোখের জলে এবার প্রিয় ঠিকানা ন্যু ক্যাম্পকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকা। এই মরসুমের শেষে বার্সেলোনা ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন ইনিয়েস্তা। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
মেসি-জাভি-ইনিয়েস্তা বার্সেলোনার সোনালী সময়ের এই তিন তারকা। তাদের সেরা সময়টাতে ট্রেবলের মতো শিরোপাও ঘরে তুলে বার্সেলোনা। প্রায় পুরো ক্যারিয়ার শেষে জাভির পর এবার ন্যু কাম্প ছাড়ছেন ইনিয়েস্তা। আক্রমণে মেসির অনেক গোল করার পেছনে বলের যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইনিয়েস্তার। ৩৩ বছরের জীবনের ২২টি বছরই কাটিয়েছেন তাঁর প্রিয় বার্সেলোনা ক্লাবে। তাই সংবাদ সম্মেলনে বার বার চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। বার্সেলোনাকে বিদায় বলার পাশাপাশি আগামী মরসুমে ইউরোপেও না খেলার কথা জানিয়েছেন ইনিয়েস্তা।
Be the first to comment