আফগানিস্তানকে তাদের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে খেলার আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী ১৪ জুন থেকে ওই টেস্ট ম্যাচ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রয়েছে অনেক প্রশ্ন! বোর্ড সদস্যরা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কোহলি খেলুন, এমনটাই চাইছেন। অন্যদিকে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ) চায় কোহলি আগামী ৩ জুলাই ম্যাঞ্চেস্টারে টি ২০ ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরুর আগে কাউন্টি খেলে প্রস্তুতি নিন।
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা দাবি করেন, কোহলি দেশের খেলা ছেড়ে কাউন্টিতে গেলে আফগানিস্তানকে ভীষণ অসম্মান করা হবে। বরং কাউন্টি থেকে এসে এই টেস্ট খেলে যাওয়ার মানসিকতা কোহলির থাকা উচিত বলে মনে করেন ওই কর্তা। ওই কর্তা আরও বলেছেন, ‘কাউন্টি খেললেও ওই টেস্টের সময় দেশে ফিরে খেলতেই পারেন কোহলি।
এখন আগামী দিনেই দেখা যাবে আফগানিস্তানের সাথে হওয়া ভারতের ঐতিহাসিক প্রথম টেস্ট ভারত অধিনায়ক বিরাট কোহলি খেলবেন কিনা!
ফাইল ছবি
Be the first to comment