মাসানুর রহমান –
নবপ্রজন্মের তরুণ ও বিদেশীদের বাংলায় টেনে আনতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর দিচ্ছে রাজ্য সরকার। এই নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে তৈরী করা হচ্ছে বিভিন্ন পরিকল্পনাও। রাজ্যের দিঘা, তাজপুর, মন্দারমণি, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়, নদী কিংবা সমুদ্রে ঘেরা বিভিন্ন পর্যটনক্ষেত্রে অ্যাডভেঞ্চার রাইডিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
জানা যায় এক্ষেত্রে বিচ বাইকিং, প্যারাগ্লাইডিং বা ক্লিফ ডাইভিংয়ের মতো রোমহর্ষক রাইডিং দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুরোদমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর আগে পর্যটকদের নিরাপত্তার দিকটি সুরক্ষিত করা হবে।
Be the first to comment