প্রকল্পঃ পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প
আসুন বিশদে জানি
স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ব্যাঙ্ক থেকে প্রাপ্ত ঋণের সুদে ভরতুকি দিয়ে ঋণের বোঝা কমানো এই প্রকল্পের উদ্দেশ্য। এই দলগুলি বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নেয় বার্ষিক ১১% হারে। সরকার এর সুদের ৯% ভরতুকি হিসাবে দেয়। বাকি ২% স্বনির্ভর দলগুলিকে দিতে হবে।
ঋণ-ভরতুকির সুবিধাপ্রাপ্ত স্বনির্ভর দলগুলিকে ঋণদানকারী ব্যাঙ্কগুলি বৈদুতিন মাধ্যমে এই ভরতুকির দাবি করতে পারে স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের কাছে। এই দাবি সঠিক বিবেচিত হলে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ঐ ভরতুকির টাকা RSTG/NEFT- এর মাধ্যমে জমা পড়বে।
Be the first to comment