সন্দীপ ভট্টাচার্য, মুম্বাই –
অন্তরাত্মা ডোবে আর ডোবে
একটু একটু করে
পশ্চিমা বিষণ্ন সূর্যের মতোই
স্বপ্ন ভাঙার ক্যাটাবলিজমে উদ্ধত পশুগুণ
সময়ের ক্ষতে দগদগে ঘা জাতির জঠরে
অপলক তাকিয়ে থাকা ভালোবাসা কবিতা
পচে যায় মস্তিষ্কে ক্রুদ্ধ ধার্মিক মর্মপীড়ায়
কালশিটে কলমে প্রেমজ যা কিছু – নিরুদ্দেশ
পবিত্র মার্চপাস্ট শিরদাঁড়া বেয়ে হিমস্রোত
ক্ষয়িত অন্তরে সমাধি লিপি লেখে বারুদে হাওয়া
আস্থা হারানো এ মন খোঁজে আঁকিবুকি রংমশাল
সবুজ গেরুয়া লাল নীল উজ্বল স্বপ্নের মতো সব
হৃদয়ের সাদা গোপন বোঝে —-
যে গণতন্ত্রের অঙ্গীকার
Be the first to comment