ক্লে কোর্টে টানা সেট জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি দুই ম্যাচ আগেই। গর্বের এই রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে গেলেন রাফায়েল নাদাল। এবারের বার্সেলোনা ওপেনে স্লোভাকিয়ার মার্টিন কাজানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন এই আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন স্পেনের এই টেনিস তারকা। শুক্রবার কোয়ার্টার ফাইনালে নাদাল ৬-০ ও ৭-৫ গেমে জয়লাভ করেন। ক্লে কোর্টে টানা ৪২ সেটে জয়ের কৃতিত্ব দেখালেন পুরুষদের সিঙ্গলস টেনিসে দ্বিতীয় সর্বাধিক ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী নাদাল। বার্সেলোনায় আগের দিন আসরের তৃতীয় রাউন্ডে স্বদেশি তারকা গিলার্মো গার্সিয়া লোপেজকে ৬-১ ও ৬-৩ গেমে হারান তিনি। ক্লে কোর্টের টুর্নামেন্ট মন্টে কার্লো মাস্টার্স ও গ্র্যান্ড স্লাম আসর ফরাসি ওপেনে নাদালের রয়েছে যথাক্রমে ১১ ও ১০টি খেতাব।
ফাইল ছবি
Be the first to comment