‘জঙ্গি’ হামলা পাক পর্যটকদের ওপর

Spread the love

বিশেষ প্রতিনিধি,

পর্যটন শিবিরে হামলা জঙ্গিদের৷ ঘটনাস্থল পাক-আফগান সীমান্তে সীমান্ত লাগোয়া ডেরা ইসমাইল খান৷ সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, হামলায় কারোর মৃত্যুর খবর নেই৷ হামলাকারীরা জঙ্গি বলেই সন্দেহ করা হচ্ছে৷

পর্যটকদের দিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়৷ তবে কোনও গোষ্ঠী এর দায় নেয়নি৷ জানা গিয়েছে, পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়ে আফগানিস্তান সীমান্তের দিকে চলে গিয়েছে তারা৷

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় বন্দুক নিয়ে হামলা প্রায়ই ঘটে৷ সেরকমই কিছু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

স্থানীয় প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর ডেরা ইসমাইল খানের মোমি কারাম এলাকায় ক্যাম্প করেছিল একটি পর্যটক দল৷ তাদের উপরেই হামলা হয়েছে৷ হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি ক্যাম্পটি আগুন ধরিয়ে দেয়৷ কিছু সামগ্রী লুঠ করা হয়েছে৷

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা প্রবল৷ দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা বরাবর তেহরিক ই তালিবান ও আফগান তালিবান বিশেষ শক্তিশালী৷ বারে বারে নাশকতা ঘটানো হয় আফগানিস্তান লাগোয়া পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে৷ এখানকার রাজধানী সহর পেশোয়ার বহু নাশকতার স্বাক্ষী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*