জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
১. মেষ- আর্থিক উন্নতির সুযোগ পান। জলপথে ভ্রমণের সম্ভাবনা। কিছু পরিচিত ব্যক্তি ঝামেলা করতে পাড়ে। সপ্তাহের মধ্যভাগে শারীরিক ও মানসিক রোগে ভুগতে পারেন।
২. বৃষ- সৌখিন দ্রব্যের ব্যবসাতে বিনিয়োগ করলে লাভবান হবেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। অযথা বিতর্কে না জড়ানোই ভালো। বন্ধু দ্বারা ক্ষতির ভয়।
৩. মিথুন- কাজে ব্যস্ততা বাড়বে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ পুরস্কার দ্বারা সম্মানিত হতে পারেন। ছাত্র ছাত্রীরা বিদ্যায় শুভ ফল লাভ করবে।
৪. কর্কট- বাতজ বেদনায় ভুগতে পারেন, সুতরাং চিকিৎসকের পরামর্শ নিন। নিজ উদ্যমে সাফল্য লাভ করবেন। প্রেমে হতাশা। চাকুরীতে পদ প্রাপ্তি। ছাপাখানার ব্যবসা ক্ষতির সম্মুখীন হতে পারে।
৫. সিংহ- নিজ কাজে মন দেওয়াই ভালো। বাড়ির বয়স্ক ব্যক্তির শারীরিক অবনতি। মানসিক ক্লেশ, অর্থ ব্যয় বাড়বে। প্রচুর কাজের চাপ থাকবে।
৬. কন্যা- ঠাণ্ডা গরমের ফলে শ্লেষাঘটিত রোগে ভুগতে পারেন। কসমেটিক্সের ব্যবসায় বিনিয়োগ শুভ। বন্ধুদের দ্বারা সাহায্যপ্রাপ্তি। অপ্রিয় সত্য বচনে শত্রুবৃদ্ধি হতে পারে।
৭. তুলা- জলপথ ভ্রমণ এই সপ্তাহে না করাই ভালো। সংক্রমণ জনিত রোগ থেকে সাবধান। চাকুরীতে বসের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাঁরা শুভফল আশা করতে পারেন।
৮. বৃশ্চিক- জমি সংক্রান্ত বিবাদ আদালত অবধি গড়াতে পারে। শত্রু প্রবল চেষ্টা করবে আপনাকে প্যাঁচে ফেলার। বেফাঁস মন্তব্যে ফেঁসে যেতে পারেন। এই সপ্তাহে কোনওরূপ আর্থিক বিনিয়োগ করা উচিত নয়।
৯. ধনু- সন্তানের অন্যায় আচরণে দুঃখবোধ। যদিও কর্মে উন্নতি ও আর্থিক লাভের শুভ যোগ। যানবাহন লাভের সম্ভাবনা।
১০. মকর- পারিবারিক গুরু দায়িত্ব নিতে হতে পারে। অসৎ জ্যোতিষী বা তান্ত্রিকের থেকে দূরে থাকুন। শিল্প ক্ষেত্রে যুক্ত ব্যক্তির উন্নতি। শেষভাগে সন্তানের লেখাপড়ায় নজর দেওয়া উচিৎ।
১১. কুম্ভ- বকেয়া টাকা ফেরৎ পাবেন। বিরূপ সমালোচনা গায়ে মাখলেই মুশকিল। কোন বয়স্ক আত্মীয়ের মৃত্যু অথবা জটিল শরীর খারাপের আশঙ্কা। পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ।
১২. মীন- প্রেম ভালোবাসায় বেশী মনোযোগ না দেওয়াই ভালো। কোনও আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারেন। নতুন বন্ধুকে বেশী বিশ্বাসের দরকার নেই। বিভিন্ন কারনে বাজে ক্ষতি হতে পারে।
Be the first to comment