আইপিএলে আজ সুপার সানডের প্রথম খেলায় সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে ১১ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় উপরে চলে গেলো। ৮ ম্যাচ খেলে ৬ টায় জিতে মোট ১২ পয়েন্ট পেলো তারা। আজও হায়দ্রাবাদের জয়ের মূল কারীগর তাদের বোলাররা। এদিন সাইনরাইজ হায়দ্রাবাদ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আজও ওপেনার শিখর ধাওয়ান ব্যর্থ। মূলত অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৩ বলে ৬৩ রান (৭টি চার এবং ২টি ছক্কা) এবং অ্যালেক্স হেলসের ৪৫ রানের সৌজন্যে হায়দ্রাবাদ ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। আজও রাজস্থানের হয়ে ভালো বল করেন জোফ্রা আর্চার। তিনি ৩ উইকেটে নেন।
জবাবে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তুলতে সক্ষম হন। অধিনায়ক আজিঙ্ক রাহানে ৬৫ রানে অপরাজিত থাকেন। তিনি তাঁর দলকে জেতাতে ব্যর্থ হন। আজও হায়দ্রাবাদের বোলাররা যথেষ্ট আঁটোসাঁটো বল করে রাজস্থানকে বেশি এগোতে দেয়নি। ভালো ব্যাট করে দলকে জেতানোর জন্য হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচের সেরা নির্বাচিত হন।
ফাইল ছবি
Be the first to comment