আইপিএলে সুপার সানডের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ উইকেটে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টে নিজেদের অবস্থান জিইয়ে রাখল। আজকের ম্যাচ হারলে বেশ চাপে পড়ে যেতো কেকেআর। উল্টোদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আবার ম্যাচ হেরে বেশ কোনঠাসা হয়ে পড়লো। সাতটা ম্যাচ খেলে ৫টি হেরে পয়েন্ট তালিকায় বেশ নিচে অবস্থান করছে। পরের ৭ টা ম্যাচ কোহলিদের কাছে মরণ বাঁচন ম্যাচ। এদিন কলকাতা টসে জিতে প্রথমে ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। আজ এবি ডেভিলিয়ার্স খেলেননি। তার জায়গায় খেলেছেন ব্রেন্ডন ম্যাকুলাম। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু খারাপ করেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। যথেষ্ট লড়াই করার মতো স্কোর। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক বিরাট কোহল ৬৮। কিন্তু ব্যাঙ্গালুরুর বোলিং ডিপার্টমেন্ট আজও সেভাবে মেলে ধরতে পারেনি। তার ওপর রয়েছে জঘন্য ফিল্ডিং।
জবাবে ব্যাট করতে নেমে কেকেআর আজ শুরু থেকেই আক্রমণে ছিলো। ক্রিস লিন এবং সুনিল নারাইন(২৭) ওপেনিং জুটি ভালো রান করে। তারপর রবিন উত্থাপা (৩৬) জমে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। উত্থাপা আজ ৩টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর রানা (১৫) রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। রাসেলকে আগে নামানো হয়েছিল কিন্তু প্রথম বলেই রাসেল আউট হয়ে যান। এরপর অধিনায়ক দিনেশ কার্তিক এসে ক্রিস লিনের সাথে ব্যাট করে পরিস্থিতি সামাল দেন। কার্তিক ১০ বলে দ্রুত ২৩ রান করে কেকেআর কে জয়ে দোরগোড়ায় পৌঁছে দিয়ে আউট হন। ক্রিস লিন ৫২ বলে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬২ রান করে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা তাঁকেই ঘোষণা করা হয়।
ফাইল ছবি
Be the first to comment