আগামী সপ্তাহ থেকে নিউ টাউন অধিবাসীরা ইলেকট্রিক বাসের মধ্যে যেতে পারে। Hidco এবং Coal ইন্ডিয়া এই প্রকল্প প্রায় চার বছর ধরে যৌথভাবে কাজ করছে। ১মে থেকে নিউটাউনের অধিবাসীরা এই বাসের পরিষেবা পাবে।
“এই প্রকল্পটি কোল ইন্ডিয়া কর্তৃক একটি CSR (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের ফলাফল। যেহেতু জ্বালানী কয়লা দূষণ সৃষ্টি করে, তাই তারা এমন একটি প্রকল্প চায় যা তাদের কার্বন দূষণ কমিয়ে দেয়”
দেবাশীষ সেন, হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (হিডকো), তিনি জানান, “হিডকো কোল ইন্ডিয়া থেকে 10 কোটি টাকা পায়, যার মধ্যে 60 শতাংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আমরা তিনটি বাস নিয়ে কাজ শুরু করছি এবং প্রতিক্রিয়া ভিত্তিক, আরো ক্রয় করতে পারি “, এই বাসগুলি ভারতের প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত এয়ার-কনটেইশড বৈদ্যুতিক বাস।
Be the first to comment