আর্যতীর্থঃ
আসবি তো ভাই এবার ফোঁটায় আমার শ্বশুরঘরে?
লক্ষ্মীপুজোর পর থেকে মন কেমন কেমন করে।
জানি রে তুই সেনার জওয়ান, বড়াইটা তোর রাখ
দিদির কাছে নাক খোঁটা সেই পুঁচকে হয়েই থাক।
খবর শুনে বুক কাঁপে ভাই চলছে গোলাগুলি
নেতাদের তো ঘর জ্বলে না, মুখেই গরম বুলি।
বুক কাঁপা দিন ঘুম কাড়া রাত কোনো নেতা বোঝে?
মৃত সেনার খবর ঘেঁটে ভোটের খাবার খোঁজে।
টিভির ছবি যখন দেখি সীমায় সেনার জোর লড়াই
বলি ঠাকুর রক্ষা করো ওরা সবাই আমার ভাই
লিখে রাখি দেশের কাজে শহীদ হলো কে কে
তাদের ছবি জমা করি কেটে কাগজ থেকে।
কাজের ফাঁকে ছবিগুলো খুলে খুলে দেখি
কত দিদির ফোঁটা গেলো, কত বোনের রাখি।
তোরই মতো মুখগুলো ভাই, চোখের কোণা ভেজে
দিদি হওয়ার কষ্ট এত, আগে বুঝিনি যে।
এবার ফোঁটায় ছুটি পেলে আসিস রে ভাই ঘরে,
ধান দুব্বো প্রদীপ কাজল রাখবো তৈরী করে।
ঠিক করেছি এবার যখন ফোঁটা দেবো তোকে
কাজলটিকা পরিয়ে দেবো ছবির ভাইগুলোকে।
Be the first to comment