বিশেষ প্রতিনিধি,
১৫ মিনিট ব্যবধানের মধ্যে দু’টি বিস্ফোরণ। আফগানিস্থানের রাজধানী কাবুলে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে ৯ জন সাংবাদিক বলে জানা গিয়েছে৷ আহত ৩০। হতাহতের মধ্যে অধিকাংশ সংবাদমাধ্যমের জর্মী বলে জানা গিয়েছে।
মোটর বাইকে করে আসা এক আত্মঘাতী জঙ্গি এনডিএস দফতরের ২৪১ নম্বর ডিরেক্টরেটের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। সেই ঘটনাতেই প্রাণ হারান চার জন। একই সঙ্গে জখম হন আরও পাঁচ জন নিরীহ মানুষ। দু’টি সংখ্যায় আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাবুলের সাস ধারাক এলাকায় উক্ত বিস্ফোরণ দু’টি ঘটে। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে কাবুলের এনডিএস দফতরের সামনেই ঘটে উক্ত দুই বিস্ফোরণ।
প্রথম বিস্ফোরণের কারণেই বেশ ক্ষতবিক্ষত হয়ে পড়েছে কাবুলের সাস ধারাক এলাকা। কী কারণে কারা এই বিস্ফোরণ ঘটাল সেই ভাবনা ছেড়ে সকলে তখন ব্যস্ত ছিল আহতদের চিকিতৎসা এবং ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে। ঠিক সেই সময়েই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ।
এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, সোমবার সকাল আটটার দিকে কাবুলের শাসদারাক এলাকায় আফগান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রথম বিস্ফোরণটি হয়।
এর আগে ২২ এপ্রিল সকালে পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকার ভোটার তালিকা তৈরি কেন্দ্রে হামলায় ৬০ জন নিহত হয়। ওই এলাকায় মূলত শিয়া হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। ২২ এপ্রিলের ওই হামলারও দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএস।
Be the first to comment