লা-লিগার চ্যাম্পিয়ান হওয়ার জন্য দেপোর্তিভোর বিরুদ্ধে ড্র করলেই চলতো বার্সেলোনার। তবে মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে তাদের ঘরের মাঠে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়া নিশ্চিত করেছে বার্সেলোনা। রবিবার রাতে দেপোর্তিভোর মাঠ এস্তাদিও রিয়াজরে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ৩৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ম্যাচের ৩৯তম মিনিটে ও ৬৩তম মিনিটে দু গোল করে দেপোর্তিভো খেলায় সমতা ফেরালেও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি। ম্যাচের ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। এরপর ৮৪তম মিনিটে হ্যাটট্রিক করে দলের জয়ও নিশ্চিত করেন আর্জেন্টিনার তারকা।
এ জয়ের মধ্য দিয়ে চার ম্যাচ হাতে রেখেই ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগার চ্যাম্পিয়ান হওয়া নিশ্চিত করলো বার্সেলোনা। এ নিয়ে ২৫ বার লা লিগার শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অবশ্য ৩৩ বার এ শিরোপা নিজেদের ঘরে তুলেছে।
ফাইল ছবি
Be the first to comment