বিশেষ প্রতিনিধি,
সকালেই জোড়া বিস্ফোরণে কেঁপেছে কাবুল৷ তার জের কাটতে না কাটতেই বিদেশি সেনার কনভয়ে ফের হামলা৷ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেল ১১ জন শিশুর৷
আফগান সেনা ও বিদেশি সেনার কনভয় লক্ষ্য করে এই হামলা হয়৷ তবে সেনারা কেউ হতাহত হননি৷ সেনার মুখপাত্র কাশেম আগা বলেছেন মৃতের সংখ্যা বাড়তে পারে৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি৷
সোমবার বেলা ৪টে নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উড়িয়ে দেওয়া হয়৷ কাছাকাছি থাকা ১১ জন শিশু ঘটনাস্থলেই মারা যায়৷ আহত হন আরও ১৬ জন৷
এদিন সকালেই জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ২০ জনের৷ ১৫ মিনিট ব্যবধানের মধ্যে দু’টি বিস্ফোরণ ঘটে। এদের মধ্যে ৯ জন সাংবাদিক বলে জানা গিয়েছে৷ আহত ৩০। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাবুলের সাস ধারাক এলাকায় বিস্ফোরণ দু’টি ঘটে।
Be the first to comment