বিশেষ প্রতিনিধি,
২০০৮ -এর মুম্বই হামলায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় জোর ধাক্কা খেল পাকিস্তান। গত ন’বছর ধরে চলছে ২৬/১১-র মামলা। এখনও ন্যায়বিচার পায়নি ভারত। দোষীদের শাস্তি দেয়নি পাকিস্তান। এবার চাপ দিয়েছে আমেরিকা। তাই সেই চাপের মুখেই এত বছরের চিফ প্রসিকিউটর চৌধুরি আজহারকে সরিয়ে দিল পাকিস্তান। ২০০৯ সাল থেকে মুম্বই হামলা মামলায় প্রধান সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করছিলেন চৌধুরি আজহার৷
জানা গিয়েছে, ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ-র স্পেশাল প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে পাক অভ্যন্তরীণ মন্ত্রক। এফআইএ-এর এক আধিকারিক জানিয়েছেন, এই মামলায় সরকারের নিজস্ব একটা দৃষ্টিকোণ রয়েছে। সম্ভবত আজহার সেই সরকারি লাইন অনুসরণ করছিলেন না। তাই তাঁকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা ২৬/১১ মামলায় ন্যায়বিচার দেখতে চাই। এর জন্য পাকিস্তানের সহযোগিতাও আশা করি।’ এই বিবৃতির পরই প্রসিকিউটরকে সরিয়ে দেয়ে পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রক। ২০০৯ থেকে সরকারি কৌঁসুলি হিসেবে ছিলেন তিনিই। আজহারও এও খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে, কারণ ব্যাখ্যা করেননি। শুধু বলেন, ‘আমি আর এই মামলার সঙ্গে জড়িত নই।’ এদিকে, গোটা বিষয়টিকে রুটিন বদলি হিসেবে ব্যাখ্যা করেছে প্রশাসন।
Virus-free. www.avast.com |
Be the first to comment