ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বাস চালকের ছেলে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সাজিদ জাভিদ। দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূতই এই প্রথম কোনও মুসলিম ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি মন্ত্রকের দায়িত্ব পেলেন। সাজিদ জাভিদের অন্যতম প্রধান দায়িত্ব হবে অভিবাসন নিয়ে ব্রিটেনের জনগণের উদ্বেগ সামলানো।

সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন। তিনি প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন।

ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে রোববার রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। তাঁর জায়গায় সাজিদ জাভিদকে নিয়োগ করা হয়।

তথাকথিত ‘উইন্ডরাশ’ কেলেঙ্কারি নিয়ে ব্রিটেনের বর্তমান কনজারভেটিভ সরকার সম্প্রতি প্রচণ্ড চাপের মুখে পড়েছে। বিশেষত ক্যারিবিয় দ্বীপপুঞ্জ থেকে ৫০ এবং ৬০ দশকে আসা অভিবাসী, যাদেরকে উইন্ডরাশ প্রজন্ম বলে অভিহিত করা হয় – তাদের অনেককে হঠাত্‍ করে অবৈধ অভিবাসী হিসাবে ঘোষণার কথা ফাঁস হয়ে যাওয়ার পর সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এর ফলে অনেকে চাকরি হারান, চিকিত্‍সা সুবিধা থেকে বঞ্চিত হন। অনেককে তাদের পিতৃপুরুষের দেশে ফিরেও যেতে হয়েছে।

সাজিদ জাভিদ, যিনি এর আগে কম্যুনিটিজ এবং আবাসন মন্ত্রী ছিলেন, তিনিও অভিবাসন সম্পর্কিত ঐ কেলেঙ্কারির বিরুদ্ধে সরব ছিলেন। তিনি বলেন, “তিনি নিজেও উইন্ডরাশ প্রজন্মের সন্তান, তার বাবা-মাকেও হয়তো রাতারাতি অবৈধ হয়ে যেতে হতো।”

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*