পুনেতে সোমবার আইপিএলে চেন্নাই সুপার কিংস ১৩ রানে হারালো দিল্লি ডেয়ারডেভিলসকে। জিতেই আবার পয়েন্ট টেবিলের সকলের ওপরে চলে এলো। এই এক নম্বর জায়গাটা হায়দ্রাবাদ, চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যেই ঘোরাফেরা করছে। আপাতত আজকের ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে আছে ধোনির চেন্নাই। ১২ পয়েন্ট আছে সানরাইজ হায়দ্রাবাদেরও। নেট রানরেটে সামান্য কমের জন্য তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। কিংস ইলেভেন পাঞ্জাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। কলকাতা নাইট রাইডার্স ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সোমবারের ম্যাচে দিল্লি টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। ধোনির চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান করে। শুরু থেকেই চেন্নাই এর হয়ে দুর্দান্ত শুরু করেন শেন ওয়াটসন (৪০ বলে ৭৮ রান, ৪টি চার এবং ৭টি ছক্কা)। যোগ্য সঙ্গত দেন অপর ওপেনার ফাফ ডু প্লেসিস(৩৩), আজও আম্বাতি রায়ডু ২৪ বলে ৪১ রান করেন। এখনো পর্যন্ত এই আসরে অরেঞ্জ কাপ দখল করে আছেন এই আম্বাতি রায়াডু। সর্বোপরি অধিনায়ক ধোনি কিন্তু নিজের ফর্মে রয়েছেন। আজও ধোনি ধামাকা হলো মাঠে। মাত্র ২২ বলে ২ টো চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন তিনি। দিল্লির হয়ে কোনো বোলারই সেভাবে প্রভাব ফেলতে পারেনি চেন্নাই ব্যাটসম্যানদের ওপর।
এরপর দিল্লি ব্যাট করতে নামে। শুরুতেই ৯ রান করে আউট হয়ে যান পৃথ্বী শ। কলিন মুনরো, শ্রেয়স আইয়ার, ম্যাক্সওয়েল কেউই সেভাবে রান করতে পারেনি। ৪ উইকেট পড়ে যায় ৭৪ রানে। সেই অবস্থা থেকে ঋষভ পন্থ ৪৫ বলে ৭৯ রান (৭টি চার এবং ৪টে ছক্কা) এবং বিজয় শঙ্কর ৩১ বলে ৫৪ রান (৩টি চার এবং ৫টা ছক্কা) দলের রানকে এগিয়ে নিয়ে যান। কিন্তু ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় দিল্লি। মাত্র ১৩ রানে তাদের হার দেখতে হয়। চেন্নাইয়ে হয়ে নতুন বোলার আসিফ ২টো উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হন শেন ওয়াটসন।
ফাইল ছবি
Be the first to comment