জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে, চলছে বনধ

Spread the love

বিশেষ প্রতিনিধি,

বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ এড়াতে শ্রীনগরে কড়া বিধিনিষেধ জারি করা হল। দক্ষিণ কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুলা থেকে জম্মুর বানিহাল পর্যন্ত বাতিল করা হয়েছে ট্রেন পরিষেবা। স্থগিত রাখা হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও।

পুলওয়ামার দ্রাবগামে সোমবার টানা চার ঘণ্টা ধরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় হিজ়বুল কমান্ডার সমীর টাইগার ও তার সহযোগী আকিবের। এদিকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। সেই সময় মৃত্যু হয় চোদ্দ বছরের শাহিদ নামে এক কিশোরের। আহত হন ১৫ জন।

সোমবার সকাল ১০টায় সিআরপিএফ-এর ১৮২ ও ১৮ ব্যাটেলিয়ান এলাকায় সার্চ অপারেশন শুরু করে। তাদের সঙ্গে ছিল ৪৪ রাষ্ট্রীয় রাইফেল আর্মি (জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ টিম)। তাদের যৌথ উদ্যোগে পুলওয়ামায় তল্লাশি চালানো হয়। তখনই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয়রা। অভিযোগ, এসেই তারা ইটবৃষ্টি শুরু করে। জঙ্গিদের পালাতে তারা সহায়তা করে বলেও অভিযোগ। সরকারি সূত্রে খবর, যে ক’জন জঙ্গি ধরা পড়েছে তারা দলের নেতৃস্থানীয়। তবে যাদের আটক করা হয়েছে তাদের এখনও শনাক্ত করা যায়নি। গুলি বিনিময়ের ঘটনায় আহত মেজর ও এক জওয়ানকে শ্রীনগরের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

শাহিদের মৃত্যুর প্রতিবাদে শ্রীনগরে মঙ্গলবার আজ বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়েন্ট রেজ়িসট্যান্স লিডারশিপ। তাই নতুন করে সংঘর্ষ এড়াতে বিধিনিষেধ কঠোর করা হয়েছে। সকাল থেকেই দোকান পাট বন্ধ রয়েছে৷ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় চলছে অলিখিত বনধ৷

শ্রীনগরে বন্ধ রয়েছে দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবহন পরিষেবা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*