বিশেষ প্রতিনিধি,
প্রাক নির্বাচনের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, জনসাধারণের বিচারে কর্ণাটকে এগিয়ে রয়েছে কংগ্রেস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যারিশমা বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের প্রচার সেরে ফেলেছেন। মনে করা হচ্ছে, সেকথা মাখায় রেখেই প্রধানমন্ত্রী ৫ দিনে ১৫টি জনসভা করবেন৷
যেভাবেই হোক কর্নাটক নির্বাচনে বিজেপিকে তুলে ধরতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য আগামী ৫ দিন ১৫টি জনসভায় বক্তৃতা দিতেও পিছপা হবেন না তিনি। সেই বক্তৃতাতেই বুঝিয়ে দিলেন দলের অবস্থানের কথা৷ তাঁর মতে কর্ণাটকে এবার বিজেপি হাওয়া নয়, ঝড় উঠবে৷ সেই ঝড়ে উড়ে যাবে কংগ্রেস৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে সামনে রেখে তিনি বলেন ইয়েদুরাপ্পা কর্ণাটকের মানুষের ভবিষ্যত৷ মানুষের আশা পূর্ণ করতে ব্যর্থ বর্তান সিদ্দারামাইয়া সরকার৷ তাঁর বক্তব্যে এদিন শ্রমিক দিবসের প্রসঙ্গও উঠে আসে৷
আগামী ১২ মে কর্নাটকে নির্বাচন হওয়ার কথা। সেই কারণে দলের হয়ে প্রচার করতে রাজ্যে এসেছেন মোদি। ১, ৩, ৫, ৭ ও ৮ মে রাজ্যে মোট ১৫টি জনসভায় অংশ নেবেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ কর্নাটকের চমরাজানগরের সান্থেমমারাহালির একটি সভায় বক্তৃতা দেন তিনি। তারপর সেখান থেকে তিনি চপারে চেপে তিনি রওনা দেন উদুপি। সেখান থেকে উত্তর কর্নাটকের বেলগাভি জেলার চিকোড্ডিতে। রাতে উড়ে যাবেন দিল্লি।
২২৪টি আসনের মধ্যে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে ১১৩টি আসন বিজেপি পাবে বলে আশা করছেন দলের নেতারা।
Be the first to comment