মাসানুর রহমানঃ-
১৯২৮ সালে পূর্ববঙ্গে জন্মেছিলেন অর্থনীতিবিদ অশোক মিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ১৯৪৭ সালে তিনি ভারতবর্ষে চলে আসেন। তারপর বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৫৩ সালে রটারডাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রী পান। বেশ কিছুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।
অর্থনীতিবিদ হিসেবে কেরিয়ারের শীর্ষে যাওয়ার প্রভূত সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু সব ছেড়ে দিয়ে তিনি বামপন্থাকেই বেছে নিলেন। গর্ব কর তিনি বলতেন, ‘আমি ভদ্রলোক নই, কমিউনিস্ট।’ তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন। এমনকী ইন্দিরা গান্ধীর অর্থনৈতিক উপদেষ্টামন্ডলীর সদস্যও ছিলেন।
জ্যোতি বসুর নেতৃত্বাধীন রাজ্যের প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৭-১৯৮৭ সাল পর্যন্ত অর্থ দপ্তরের দায়িত্বে ছিলেন অশোকবাবু। বেতন বা সম্মান কোনোটাই তাঁকে মোহিত করেনি। পদ ও সম্মান ছেড়েছিলেন বাম আমলেও। একসময় জ্যোতি বসুর সঙ্গে মতবিরোধের কারণে নীরবেই মহাকরণ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।বেশ কয়েকদিন ভর্তি ছিলেন মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ ১লা এপ্রিল সকাল সওয়া ৯টা নাগাদ ওই হাসপাতালেই মারা গেলেন এ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক মিত্র।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment