মঙ্গলবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরেই ধরে আছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। তার সাথে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার থেকে পয়েন্টে অনেকটা এগিয়ে গেছে। ভারতের টেস্ট পয়েন্ট ১২৫। দক্ষিণ আফ্রিকার থেকে ১৩ পয়েন্ট এগিয়ে আছে। মে মাসে প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ভারত এক এ থাকলেও ভীষণ ভাবে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নয়ে নেমে গেছে দলটি।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১২। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের জায়গা করে দিতে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০২। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের পাঁচে আছে ইংল্যান্ড। আর র্যাঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪। সাত এ আছে পাকিস্তান।
তবে সদ্য টেস্ট খেলার যোগ্যতা পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড র্যাঙ্কিং এ নেই। কারণ তাদের প্রথম টেস্ট খেলার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি। তারা টেস্ট খেললেই র্যাঙ্কিং-এ ঢুকে পরবে।
র্যাঙ্কিংয়ের তালিকা –
র্যাঙ্ক-টিম-স্কোর
১-ভারত-১২৫
২-দক্ষিণ আফ্রিকা-১১২
৩-অস্ট্রেলিয়া-১০৬
৪-নিউজিল্যান্ড-১০২
৫-ইংল্যান্ড-৯৮
৬-শ্রীলঙ্কা-৯৪
৭-পাকিস্তান-৮৬
৮-বাংলাদেশ-৭৫
৯-ওয়েস্ট ইন্ডিজ-৬৭
১০-জিম্বাবুয়ে-০২
Be the first to comment