তার ক্রিকেট কেরিয়ারে দাদার অনেক অবদান রয়েছে

Spread the love

সোমবার দিল্লিতে সৌরভ গাঙ্গুলীর অটো বায়োগ্রাফি ‘এ সেন্টার ইজ নট এনাফ’এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়ে গেলো। এই উপলক্ষ্যে সৌরভের সাথেই উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য- সেওয়াগ ও যুবরাজ সিং। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেওয়াগ জানান, ‘আমি ১০০% নিশ্চিত যে দাদা (সৌরভ) একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। কিন্তু তারও আগে ও একদিন বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসবে’। সৌরভের নেতৃত্ব প্রদানের ক্ষমতা প্রসঙ্গেই সৌরভ সম্পর্কে এই অভিমন দেন বিরন্দ্র সেওয়াগ।
তবে কেবলমাত্র মুখ্যমন্ত্রী হিসাবেই নয়, সৌরভকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদে বসতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন সেওয়াগ। যদিও বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) সভাপতি পদে আসীন রয়েছেন সৌরভ। ক্রিকেটার জীবনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অত্যন্ত আস্থাভজন ছিলেন সেওয়াগ। পরবর্তী সময়ে সেওয়াগ একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার ক্রিকেট কেরিয়ারে দাদা’র (সৌরভ) অনেক অবদান রয়েছে।
গত লোকসভা ভোটেই সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার প্রার্থীও হতে পারেন। তবে সৌরভ বরাবরই নিজেকে রাজনীতি থেকে দূরে সরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*