জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- নতুন কার্যলাভ। সামান্য শারীরিক কষ্ট। ব্যস্ততা বাড়বে।
বৃষ- আর্থিক উন্নতি। সপরিবারে ভ্রমন। অধিক পরিশ্রম।
মিথুন- প্রেমে হতাশা। কর্মস্থলে প্রতিকূলতা। অনেকেই সমালোচনা করতে পারে।
কর্কট- শুভকাজে ব্যয় বৃদ্ধি। গবেষনায় সাফল্য। যানবাহন ক্রয়।
সিংহ- হিংস্র জীবজন্তুর আক্রমনে শারীরিক আঘাত। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ। শত্রুবৃদ্ধি।
কন্যা- নিজ উদ্যোগে সাফল্য। বিদ্যায় বিশেষ উন্নতি। মূল্যবান নথিপত্র হারিয়ে ফেলে মুশকিল।
তুলা- আর্থিক ক্ষতির ভয়। পুরনো সম্পত্তি প্রাপ্তি। মিষ্ট বাক্য দ্বারা কার্যদ্ধার।
বৃশ্চিক- নিকট ভ্রমনে বাধা। হঠাৎ বুকের কষ্ট। মায়ের শরীর খারাপের ভয়।
ধনু- অংশীদার দ্বারা প্রতারনার আশংকা। গোপন তথ্য শত্রুর হাতে গিয়ে সমস্যা। মামলা-মোকদ্দমা।
মকর- যানবাহন লাভ। পরিশ্রম সহ সাফল্য। মাথার কষ্টে ভোগান্তি।
কুম্ভ- আত্মীয় গৃহে নিমন্ত্রিত হতে পারেন। নতুন বন্ধুলাভ। যদিও বেশি খোলামেলা ভাবে না মেশাই ভাল।
মীন- অপ্রত্যাশিত লাভ। সাহিত্যচর্চায় সন্মানলাভ। বিদ্যায় কিন্তু আকস্মিক খারা্প ফল।
Be the first to comment