বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ানস লিগ থেকে বিদায় নিতে হলো। জার্মান চ্যাম্পিয়নদের বিদায় করে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে ঘরের মাঠে প্রথম লিগের ম্যাচে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন মিউনিখ। ফাইনালে উঠতে হলে মঙ্গলবার রাতে ফিরতি লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতেই হতো কিন্তু ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। দুই লিগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে আরেক সেমিফাইনালের দ্বিতীয় লিগে মুখোমুখি হবে রোমা ও লিভারপুল। প্রথম লিগে ঘরের মাঠে ৫-২ গোলে জিতেছিল লিভারপুল। আগামী ২৫ মে চ্যাম্পিয়ানস লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে এদিন রাতে।
Be the first to comment