আজ ঢাকায় ফের এশিয়া কাপ হকিতে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এ বারের লড়াইটা আরও গুরুত্বপূর্ণ কেননা এটা এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াই। বৃহস্পতিবার মালয়শিয়াকে ৬ গোল দিয়ে যে ছন্দ পেয়েছেন, সেটাই মনপ্রীত সিংহ-রা ধরে রাখতে চান পাকিস্তানের বিরুদ্ধেও। এই ম্যাচ জিতলে ভারত এশিয়া কাপ হকির ফাইনালে অপরাজিত ও সুপার ফোরের সেরা দল হিসেবে উঠে যাবে । সুপার ফোরের সেরা দুই দল যাবে ফাইনালে। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে ভারত আপাতত শীর্ষে। তিন পয়েন্ট নিয়ে মালয়েশিয়া দু’নম্বরে। কোরিয়ার রয়েছে দুই আর পাকিস্তানের এক পয়েন্ট। শনিবার ড্র করলেও ভারত ফাইনালে উঠে যাবে। পাকিস্তানের ফাইনালে ওঠার রাস্তাটা বরং অনেক বেশি কঠিন। এশিয়া কাপে ভারত যে রকম ফর্মে, তাতে শনিবারের ম্যাচে তারাই ফেভারিট।
Be the first to comment