পিভি সিন্ধু প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সাইনা নেহওয়াল অলিম্পিক সোনাজয়ী ক্যারোলিন মারিনকে হারালেও বেশি দূর যেতে পারেননি। এ দিন সাইনা নেহওয়াল মাত্র ২৯ মিনিটে গত বারের চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচির কাছে হারলেন ১০-২১, ১৩-২১ গেমে। কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন এইচএস প্রণয়ও। ম্যাচের ফল ১৩-২১, ১৮-২১। ডেনমার্ক ওপেনে ভারতীয়দের আশা যখন শেষ বলে ধরে নিয়েছে সবাই, তখনই সবাইকে চমকে দিয়ে শেষ চারে পৌঁছলেন কিদাম্বি শ্রীকান্ত। হারালেন বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যালেক্সনকে। খেলার ফল ১৪-২১, ২২-২০, ২১-৭। অথচ শুক্রবার ম্যাচের প্রথম সেট দেখে কিন্তু বোঝা যায়নি এমন ফলাফল হতে পারে। প্রথম সেটে ভিক্টর বিশ্বের আট নম্বর শ্রীকান্তকে দাঁড়াতেই দেননি। দ্বিতীয় সেটের মাঝামাঝি থেকে শ্রীকান্ত স্নায়ু স্থির রেখে ২২-২০ ফলে রুদ্ধশ্বাস দ্বিতীয় সেট জেতেন। তৃতীয় সেটে শ্রীকান্তের সামনে দাঁড়াতেই পারেননি ভিক্টর। ২১-৭ পয়েন্টে তৃতীয় সেট জিতে সেমিফাইনালে পৌঁছন শ্রীকান্ত।
Be the first to comment